রাসূল (সা.) সম্পর্কে জানা কেন মুসলিম ছাত্রছাত্রীদের জন্য জরুরি?

একজন মুসলমান হিসেবে আমাদের সবার উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোভাবে জানা।
মহান আল্লাহ তায়ালা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী-রাসূল প্রেরণ করেছেন এবং তাদের মাধ্যমে কিতাব পাঠিয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ রাসূল হলেন আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আমাদের সবার উপর মহাগ্রন্থ আল-কুরআনের স্পষ্ট নির্দেশ রয়েছে—প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে জানা, তার আদর্শ অনুসরণ করা এবং জীবনাচরণে তা বাস্তবায়ন করা।
আল্লাহ তায়ালা বলেন:
“হে ঈমানদারগণ! আনুগত্য কর আল্লাহর এবং আনুগত্য কর রাসূলের এবং তাদের মধ্যে থেকে যারা তোমাদের দায়িত্বশীল শাসক। এরপর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হয়, তাহলে তা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার হয়ে থাকো।”
— সূরা আন নিসা, আয়াত ৫৯
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
“আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, শুধু সে ব্যক্তি ছাড়া যে অস্বীকার করেছে।”
সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল! কে অস্বীকার করেছে?”
তিনি বললেন: “যে আমার আদেশ মানে না, সেই আমার অস্বীকারকারী।”

এই লেখাটি “মুসলিম ছাত্র-ছাত্রীদের করণীয়” বইয়ের অংশ, যা মুসলিম তরুণ প্রজন্মের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত জানার গুরুত্ব ও অনুসরণের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে।

Share:

More Posts

প্রবাসীদের অশ্রুসিক্ত নয়ন এবং করণীয়” — প্রবাসজীবনের বাস্তব আয়না

প্রবাসীদের অশ্রুসিক্ত নয়ন এবং করণীয়” — প্রবাসজীবনের বাস্তব আয়না

১. বাস্তব জীবনের অভিজ্ঞতায় ভরপুর: এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা প্রবাসীদের দীর্ঘদিনের ত্যাগ, কষ্ট, নিরব কান্না ও বাস্তব অভিজ্ঞতার অনুরণনে পূর্ণ।

ধারনা এবং অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন কারীগন ধ্বংস হয়েছে

আয-যারিয়াত : ১০ قُتِلَ الْخَرّٰصُوْنَۙ ধ্বংস হয়েছে অনুমান ও ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারীরা, এ বাক্যটি দ্বারা কুরআন মজীদ মানুষকে একটি

আলেম সমাজের অনৈক্যের অন্যতম কারন হল আলেম সমাজের একটি অংশের তাদের বিশ্বাসের বিপরীত কাজ করা।

আলেম সমাজের অনৈক্যের অন্যতম কারন হল আলেম সমাজের একটি অংশের তাদের বিশ্বাসের বিপরীত কাজ করা । প্রকৃতপক্ষে তারা ইসলামের সঠিক

Send Us A Message